Skip to main content

চাঁদপুর ডিপিওডি

বাংলাদেশের চাঁদপুর জেলায় কর্মরত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)

Skip Menu
A photo of the organization

এক নজরে সংগঠন

চাঁদপুর ডিজএ্যাবল্ড পিপল্স অর্গানাইজেশন টু ডেভলপমেন্ট (চাঁদপুর -ডিপিওডি) বাংলাদেশের চাঁদপুর জেলার একটি সংগঠন। ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-উদ্যোগ (পিএসআইডি) নামে একটি প্রকল্প সফলতার সহিত বাস্তবায়ন করা হয়। যাহা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর অর্থায়নে এবং কারিগরি সহায়তায় পরিচালিত হয় ২০০৩ সালের মার্চ পর্যন্ত। পরিকল্পনা অনুযায়ী উক্ত প্রকল্পের কার্যক্রমকে স্থানীয় করণের মাধ্যমে স্থায়ীরুপ দেয়ার জন্য একটি আলাদা একক সংগঠন হিসাবে গঠন করার পক্ষে প্রকল্পের উপকারভোগী স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিরা গত ০৪/০৪/২০০৩ ইং তারিখ এক সভার আয়োজন করে। সভায় জনাবা হাফছা আক্তর এর প্রস্তাব মতে উপস্থিত সকলের সম্মতিক্রমে “চাঁদপুর ডিজএ্যাবল্ড পিপল্স অর্গানাইজেশন টু ডেভলপমেন্ট (চাঁদপুর-ডিপিওডি)” নামে একটি আলাদা সংগঠন গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরে তা চাঁদপুর ডিজএ্যাবল্ড পিপল্স অর্গানাইজেশন টু ডেভলপমেন্ট (চাঁদপুর -ডিপিওডি) নামে পরিচিতি লাভ করে। এ সংগঠন একটি অ-রাজনৈতিক, বে-সরকারী প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্য, প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কার্যক্রম বাস্তবায়িত সদস্য ভিত্তিক এবং প্রতিনিধিত্বশীল প্রতিবন্ধী ব্যক্তিদের একটি স্বাবলম্বী টেকসই সংগঠন/প্রতিষ্ঠান।

কর্মএলাকা

চাঁদপুর ডিপিওডি বাংলাদেশের চাঁদপুর জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজ করছে।

এসডিজি অর্জন

যে সকল টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করছি:

লক্ষ্য ১: দারিদ্র বিমোচন
লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ
লক্ষ্য ৪: মানসম্মত শিক্ষা
লক্ষ্য ৫: নারীপুরুষের সমতা
লক্ষ্য ৮: যথোপযুক্ত কর্ম
লক্ষ্য ১০: বৈষম্য হ্রাস

গুরুত্বপূর্ণ তথ্যসূত্র

অন্তর্ভূক্তিমূলক আন্দোলন

জাতীয় আইন ও নীতিমালা

টেকসই উন্নয়ন লক্ষ্য

প্রতিবন্ধিতা:

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)

অনলাইনে শেখা

তথ্যসমূহ